শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Rajat Bose | ০৫ মার্চ ২০২৫ ১৭ : ৩৫Rajat Bose
নিতাই দে, আগরতলা: উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থেকে ঊনকোটি জেলার কৈলাশহরে চালু হচ্ছে রেল। এর পাশাপাশি আগরতলার গুর্খাবস্তিতে নির্মীয়মাণ রাজ্যের সবচেয়ে উঁচু ভবনে এক ছাদের নিচে হতে চলেছে সমস্ত দপ্তরের অধিকর্তার কার্যালয়। মঙ্গলবার ঊনকোটি জেলার কৈলাশহরের চণ্ডিপুর ব্লক প্রাঙ্গনে ১৬২ কোটি টাকা ব্যয় বরাদ্দে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। তিনি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চাইছেন উত্তর পূর্বাঞ্চলকে কিভাবে আরও বেশি করে স্বনির্ভর করা যায়। প্রধানমন্ত্রী বুঝতে পেরেছেন উত্তর পূর্বাঞ্চলের যদি উন্নয়ন না হয় তবে সামগ্রিকভাবে ভারতবর্ষেরও কোনও অবস্থাতেই উন্নয়ন সম্ভব নয়। সেই দিশাতেই উত্তর পূর্বাঞ্চলে দ্রুতগতিতে উন্নয়নের কাজ চলছে।
ঊনকোটি জেলার জন্য এদিন চন্ডিপুর ব্লক কার্যালয়ের পাশের মাঠে ৩৭টি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা একথা বলেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ২০১৮ সালে প্রধানমন্ত্রী ত্রিপুরায় এসে বলেছিলেন ত্রিপুরার জন্য হীরা মডেল দেওয়া হবে। পরবর্তী সময়ে ত্রিপুরার জন্য তিনি সত্যি হীরা মডেল দিয়েছেন। অনুষ্ঠান মঞ্চ থেকে ডিজিটাল পদ্ধতিতে মুখ্যমন্ত্রী ১৭টি প্রকল্পের উদ্বোধন করেন। এজন্য ব্যয় হয়েছে ২৪ কোটি ২৬ লক্ষ ১৮ হাজার টাকা। উদ্বোধন হওয়া প্রকল্পগুলির মধ্যে রয়েছে ৫ কোটি ৯৭ লক্ষ ৪০ হাজার টাকা ব্যয়ে ঊনকোটি জেলা শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্র ও ৫০ শয্যা বিশিষ্ট হস্টেল, ২ কোটি ২৮ লক্ষ টাকা ব্যয়ে টিলাবাজার উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের দ্বিতল ভবন, ১ কোটি ৪৮ লক্ষ ৯২ হাজার টাকা ব্যয়ে রামকৃষ্ণ মহাবিদ্যালয় সংলগ্ন জলাশয়ের সংস্কার ও সৌন্দর্যায়ন, ১ কোটি ১৪ লক্ষ ২৬ হাজার টাকা ব্যয়ে চন্ডিপুর ব্লক কার্যালয়ের সম্প্রসারণ, নুনছড়ায় ৩ কোটি ৩০ লক্ষ ৬৬ হাজার টাকা ব্যয়ে জল জীবন মিশনে পানীয়জলের ব্যবস্থা ইত্যাদি।
এছাড়া ডিজিটাল পদ্ধতিতে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা: মানিক সাহা ২০টি প্রকল্পের শিলান্যাস করেন। প্রকল্পগুলি রূপায়ণে ব্যয়ে হবে ১৩৭ কোটি ৯৮ লক্ষ টাকারও বেশি। এর মধ্যে উল্লেখযোগ্য প্রকল্পগুলি হল ২৪ কোটি ২০ লক্ষ টাকা ব্যয়ে জেলাশাসক কার্যালয় নির্মাণ, ৮ কোটি টাকা ব্যয়ে কৈলাসহর মহকুমা শাসক কার্যালয় নির্মাণ, ১৪ কোটি ৭৪ হাজার টাকা ব্যয়ে রামকমল উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের বাড়ি নির্মাণ, কৈলাসহরে ৬ কোটি ৫০ লক্ষ টাকা ব্যয়ে জেলা পরিবহণ কার্যালয় নির্মাণ, পাইতুর বাজারে ১১ কোটি ৪০ লক্ষ টাকা ব্যয়ে ওয়ার্কিং উইমেন হস্টেল নির্মাণ, চন্ডিপুরে ২০ কোটি টাকা ব্যয়ে ৫০ শয্যা বিশিষ্ট ড্রাগ ডি–এডিকশন সেন্টার, ৮ কোটি ৫১ লক্ষ টাকা ব্যয়ে রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠানের নতুন বাড়ি নির্মাণ। মঙ্গলবার এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মনু ভ্যালি চা বাগানে কর্মরত অবস্থায় প্রয়াত শ্রমিক রামজয় পালের স্ত্রী রুমা পালের হাতে ৯ লক্ষ ৭০ হাজার ৮৭৫ টাকার চেক তুলে দেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়, ঊনকোটি জেলার জেলাশাসক ডি কে চাকমা, টিআইডিসির চেয়ারম্যান নবাদল বণিক সহ ত্রিপুরা ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মবম্বর আলি, ঊনকোটি জেলার পুলিশ সুপার কান্তা জাঙ্গির, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের অধিকর্তা তপন কুমার দাস সহ অন্যান্যরা।
নানান খবর

নানান খবর

"যেকোনও পদক্ষেপেই পূর্ণ সমর্থন", পহেলগাঁও নিয়ে সর্বদল বৈঠক শেষে মোদি সরকারকে বড় আশ্বাস রাহুল গান্ধীর

২০০৮ মালেগাঁও বিস্ফোরণ: সাধ্বী প্রজ্ঞা ঠাকুর-সহ অন্য দোষীদের মৃত্যুদণ্ড চায় এনআইএ

ক্যাব বাইক বুক করেছিলেন মহিলা, চালকের রিপ্লাইয়ে শিউরে উঠলেন তিনি

'পুলওয়ামা, পহেলগাঁও সব সরকারের ষড়যন্ত্র', বিভ্রান্তিকর মন্তব্য করে গ্রেপ্তার অসমের বিধায়ক

'আদর্শ জীবনসঙ্গী'কে খুঁজে পাচ্ছেন না কিছুতেই, দুই বছরে চার বার বিবাহবিচ্ছেদে শিক্ষকের

৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়তে হবে পাকিস্তানিদের, সমস্ত ‘সার্ক’ ভিসা বাতিল: বিদেশ মন্ত্রক

স্থগিত সিন্ধু জল চুক্তি, বন্ধ আটারি সীমান্ত, পহেলগাঁও হামলার পরের দিনেই কড়া পদক্ষেপ ভারতের: সূত্র

Exclusive: ‘আমরা তো অতিথিদের কখনও ধর্মে মাপিনি’, কাশ্মীরী মেহরাজের কান্নায় কেঁপে উঠল দেশ!

তামিলনাড়ু ও তেলেঙ্গানায় মিড-ডে মিলে বিষক্রিয়া, পড়ুয়ারা হাসপাতালে

ভেলোর দুর্নীতি মামলা: জলসম্পদ মন্ত্রী দুরাই মুরুগনের বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ

জম্মু-কাশ্মীরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উচ্চ পর্যায়ের বৈঠক করলেন তিনি

পহেলগাঁওতে জঙ্গি হামলা, চালু করা হল হেল্পলাইন নম্বর

রক্তাক্ত কাশ্মীর! পহেলগাঁওতে ২৬ জনের মৃত্যুর আশঙ্কা, বিস্ফোরক দাবি এক মহিলার

'মোদিকে গিয়ে বলুন', স্বামীর নিথর দেহের সামনে দাঁড়িয়ে ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা স্ত্রী পল্লবীর

ভালবেসে বিয়ে করেছিলেন, মেয়েকে শ্বশুরবাড়ি থেকে অপহরণ করল বাপের বাড়ির লোক! তারপর...